আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শোকানুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও আহলে বাইত (আ.)-এর শানে মানকাবাত পাঠের মাধ্যমে শুরু হয়।
এই শোক মজলিসের বক্তা ছিলেন মাওলানা সৈয়্যদ আফতাব হোসেন নাকাবি।

তিনি আহলে বাইত (আ.) বিশেষত হযরত ফাতেমা (সা.আ.) কে সৃষ্টির উৎস হিসেবে পরিচয় করে বলেন: সৃষ্টির উদ্দেশ্য সাধনে এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে আহলে বাইত (আ.)কে জীবনের আদর্শ ও মেনে চলতে হবে।

শোকানুষ্ঠান উপস্থিত আযাদারদের নওহা ও মাতম এবং আহযারির মাধ্যমে শেষ হয়।
Your Comment