১১ নভেম্বর ২০২৫ - ০৫:০৯
হযরত ফাতেমা (সা.আ.)-এর শাহাদাত বার্ষিকিতে শোক অনুষ্ঠান,হোসেইনী দালান- ঢাকা+ছবি।

হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর শাহাদাত বার্ষিকীতে ঢাকায় হোসেইনী দালানে আহলে বাইত (আ.)-এর প্রেমীদের উপস্থিতিতে একটি শোক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): শোকানুষ্ঠান পবিত্র কোরআন তেলাওয়াত ও আহলে বাইত (আ.)-এর শানে মানকাবাত পাঠের মাধ্যমে শুরু হয়।




এই শোক মজলিসের বক্তা ছিলেন মাওলানা সৈয়্যদ আফতাব হোসেন নাকাবি।


تصاویر | محفل سوگواری شهادت حضرت فاطمه(س) در حسینیه حسینی‌دالان امام‌باره داکا، بنگلادش

তিনি আহলে বাইত (আ.) বিশেষত হযরত ফাতেমা (সা.আ.) কে সৃষ্টির উৎস হিসেবে পরিচয় করে বলেন: সৃষ্টির উদ্দেশ্য সাধনে এবং আল্লাহ তায়ালার নৈকট্য লাভ করতে আহলে বাইত (আ.)কে জীবনের আদর্শ ও মেনে চলতে হবে।

تصاویر | محفل سوگواری شهادت حضرت فاطمه(س) در حسینیه دالان امام‌باره داکا، بنگلادش


শোকানুষ্ঠান উপস্থিত আযাদারদের নওহা ও মাতম এবং আহযারির মাধ্যমে শেষ হয়।

Tags

Your Comment

You are replying to: .
captcha